
সোমবার, ১৮ নভেম্বর ২০১৩
যুক্তরাষ্ট্রে টর্নেডোতে পাঁচজনের প্রাণহানি
Home Page » বিশ্ব » যুক্তরাষ্ট্রে টর্নেডোতে পাঁচজনের প্রাণহানিবঙ্গ-নিউজ ডটকমঃ যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে কমপক্ষে পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। টর্নেডোর ফলে শতাধিক মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। রোববার যুক্তরাষ্ট্রের ইলিনয়িস, ইন্ডিয়ানা ও কেন্টাকিতে টর্নেডো আঘাত হানে। এর ফলে বাড়িঘর ও সড়কপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা হচ্ছে, এখনও অনেক মানুষ আটকা রয়েছেন। পূর্বাভাসবিদরা বলেছেন, টর্নেডোতে পাঁচ কোটি ত্রিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ সময় টেনিস বল আকৃতির শিলাবৃষ্টিরও খবর পাওয়া গেছে। টর্নেডোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইলিনয়িস অঙ্গরাজ্য। ইলিনয়িসের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা মেলানি আর্নল্ড সংবাদ সংস্থা এপিকে বলেন, টর্নেডোতে ওয়াশিংটন শহরে একজনের মৃত্যু হয়েছে। মাসাক কান্ট্রিতে এক বৃদ্ধ ও তার বোনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ক্যারেন হ্যারিস বিবিসিকে বলেন, আমি দেখলাম রাস্তার মধ্যে একটি গাড়ির বা পাশের সিগনাল বাতি জ্বলে উঠল। গাড়ির জানালায় কোনো কাচ ছিল না। পেছনের সিটে রক্তও দেখলাম। এ দৃশ্য দেখে আমি অসুস্থ বোধ করছি। সাংবাদিক লরা নাইটেঙেল ঘরের মধ্যে বসে ঘূর্ণিঝড়ের তাণ্ডব প্রত্যক্ষ করেন। তিনি বলেন, জানালা দিয়ে আমি শক্তিশালী ঘূর্ণিঝড় দেখলাম। দেখলাম, যেন কয়েকটন ধ্বংসাবশেষ বাতাসে উড়ছে। আমি বেসমেন্টে গিয়ে আশ্রয় নেই। শিকাগোর উপকণ্ঠে একটি টর্নেডো দিক পরিবর্তন করার পরই শহরের মধ্যে একটি ফুটবল স্টেডিয়াম থেকে দর্শকদের সরিয়ে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০:২২:১২ ৩৬৫ বার পঠিত