সোমবার, ১৮ নভেম্বর ২০১৩
মিশরে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২০
Home Page » বিশ্ব » মিশরে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২০বঙ্গ-নিউজ ডটকমঃ মিশরের রাজধানী কায়রোর একটি সড়কের রেলক্রসিংয়ে দ্রুতগামী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী মিনিবাসের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেক যাত্রী। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার ভোরে কায়রোর ৪০ কিলোমিটার দক্ষিণে দানশুর গ্রামের কাছে মহাসড়কের একটি রেলক্রসিংয়ে বনি সাইফ শহর থেকে রাজধানীগামী ট্রেনটি যাত্রীবাহী মিনিবাসটিকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার আগে ক্রসিংয়ের গেট পড়ে যাওয়ার সময় দ্রুত যাত্রীবাহী বাসটি রাস্তা অতিক্রম করতে গেলেই এ সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রেনের সম্মুখের অংশ কিছুটা ক্ষতিগ্রস্থ হলেও বাসটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। নিহতদের মধ্যে বাসচালক ছিল কিনা এ ব্যাপারে কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২০:১৩:৫৮ ৩৬০ বার পঠিত