সোমবার, ১৮ নভেম্বর ২০১৩
গোপালগঞ্জে ছাত্রলীগের আনন্দ মিছিল
Home Page » সংবাদ শিরোনাম » গোপালগঞ্জে ছাত্রলীগের আনন্দ মিছিলবঙ্গ-নিউজ ডটকমঃ সর্বদলীয় সরকারকে অভিনন্দন জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। সোমবার বিকেল ৫টার দিকে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি কাজী রিয়াজুল হক প্রিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ বনি প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা বলেন, নব-গঠিত সর্বদলীয় সরকারের অধীনে দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। তারা সব দলকে এ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮:১৬:২৯ ৩৮০ বার পঠিত