সোমবার, ১৮ নভেম্বর ২০১৩

না.গঞ্জে বাবার হাতে শিশুপুত্র খুন

Home Page » সংবাদ শিরোনাম » না.গঞ্জে বাবার হাতে শিশুপুত্র খুন
সোমবার, ১৮ নভেম্বর ২০১৩



1817.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ওমর ফারুক জিদনী নামের ৬বছরের এক শিশু তার বাবার হাতে খুন হওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাবার নাম রফিকুল ইসলাম। নিখোঁজ হওয়ার ৫ দিন পর সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক রয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। জিদনী সোনারগাঁও পৌরসভার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত। জানা গেছে, জেলার বন্দর উপজেলার চানঁপুর গ্রামের আবুল হোসেন ভান্ডারির ছেলে রফিকুল ইসলাম সোনারগাঁও পৌরসভার টিপরদী গ্রামের রোজিনা বেগমকে বিয়ে করে। বিয়ের পর থেকে প্রায় সময়ই মাদকাসক্ত রফিকুল মাদকের টাকার জন্য তার স্ত্রীকে মারধর কর। এক পর্যায়ে রোজিনা বেগম নির্যাতন সহ্য করতে না পেরে তার বাবার বাড়ি সোনারগাঁয়ের টিপরদী চলে যায়। পরে রফিকুল আরেকটি একটি বিয়ে করে। রোজিনা তার দুই শিশু ছেলে গোলাম রাব্বানী শুভ ও ওমর ফারুক জিদনীকে নিয়ে স্থানীয় মোবারক হাজীর মেসে কাজ করে সংসার চালাত। রোজিনা বেগম বঙ্গনিউজকে জানান, ‘আমার মাদকাসক্ত স্বামী মাঝে মাঝে সোনারগাঁওয়ের টিপরদী এলাকায় এসে জিদনীকে তার কাছে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে আমার কাছ থেকে টাকা আদায় করতো। গত কয়েকদিন ধরে সে আমার কাছে টাকা দাবি করে আসেছিলো। কিন্তু আমি টাকা দিতে রাজি না হওয়ায় ১৩ নভেম্বর সন্ধ্যায় দিকে সে জিদনীকে টিপরদী থেকে চুরি করে নিয়ে যায়। পরে আমি জিদনীকে খোঁজাখুজি করি। কিন্তু জিদনীকে কোথাও না পেয়ে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করি।’ পরে সোমবার সকালে টিপরদী এলাকায় সেফওয়ে সিএনজি পাম্পের পেছন থেকে জিদনীর অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খাঁন বঙ্গনিউজকে জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত রফিকুলকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৭:৫১:৪১   ৩৮৩ বার পঠিত