সোমবার, ১৮ নভেম্বর ২০১৩
রংপুরে গুলিতে আহত ২
Home Page » সংবাদ শিরোনাম » রংপুরে গুলিতে আহত ২বঙ্গ-নিউজ ডটকমঃ রংপুরের পীরগঞ্জ উপজেলায় সন্ত্রাসীর ছোড়া গুলিতে ফুল মিয়া (৪০) ও আনোয়ারা (৩৫) নামে দুইজন আহত হয়েছেন। ওষুধ ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার খয়ের বাড়ি বাজারে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খয়ের বাড়ি বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করে আসছেন নয়ন নামে এক যুবক। সকালে নয়নের প্রতিবেশী সাইফুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী সালমান সিরাজ রিজু, হাকিম ও রবিউলকে সঙ্গে নিয়ে নয়নের ব্যবসা প্রতিষ্ঠানে যান। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নয়নকে মারপিট করেন তারা। একপর্যায়ে সাইফুল তার সঙ্গে থাকা পিস্তল দিয়ে নয়নকে লক্ষ করে ৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে নয়নের গুলি না লাগলেও স্থানীয় ফুল মিয়া ও মনোয়ারা বেগম গুলিবিদ্ধ হন। পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিউল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭:০৩:৪০ ৩৭৬ বার পঠিত