রবিবার, ১৭ নভেম্বর ২০১৩

ঢাকায় মালয়েশীয় প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » ঢাকায় মালয়েশীয় প্রধানমন্ত্রী
রবিবার, ১৭ নভেম্বর ২০১৩



najib-rajak-bg20131117205940.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বি তুন হাজি আবদুল রাজাক। শ্রীলঙ্কায় কমনওয়েলথ সরকার প্রধান পর্যায়ের সম্মেলন শেষে রোববার রাত আটটা সাত মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

সফরে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি, ব্যবসা-বাণিজ্য বিষয়গুলোকে জোর দেওয়া হবে। এছাড়া দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ে এবং অফিসিয়াল ও কূটনৈতিক অনারেবল ভিসা চালু সংক্রান্ত বিষয়ে চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে নয়টায় নাজিব রাজাক জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি সম্মান জানাবেন। এরপর তিনি যাবেন গাজীপুর। সেখানে নাজিব রাজাককে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজিলাতুননেসা মুজিব কেপিজেড বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ উদ্বোধন করবেন। গাজীপুর থেকে ফিরে হোটেল সোনারগাঁওয়ে বিকাল তিনটায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ওই দিন বিকেল ৩টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের পর সোয়া চারটায় নাজিব রাজাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে যাবেন। সেখানে শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকের পর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিকাল ৫টা ৪০ মিনিটে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের জন্য বঙ্গভবনে যাবেন। সেখান থেকে ফিরে রাতে সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত নৈশভোজে অংশ নেবেন নাজিব রাজাক। সফর শেষে পরের দিন মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তিনি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন।

বাংলাদেশ সময়: ২৩:০২:৫৬   ৩৭৫ বার পঠিত