রবিবার, ১৭ নভেম্বর ২০১৩
শ্যামনগরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই
Home Page » সংবাদ শিরোনাম » শ্যামনগরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাইবঙ্গ-নিউজ ডটকমঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। রোববার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে স্থানীয় নকিপুর বাজারের ইমন বস্ত্রালয় নামের একটি কাপড়ের দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে একে একে তা পাশের কাপড়ের দোকান, হার্ডওয়ার, মুদি ও সেলুনের দোকানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১:৪৩:১৩ ৪৮০ বার পঠিত