শনিবার, ১৩ এপ্রিল ২০১৩
জীবাণুর সাহায্যে মাটির আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি আবিষ্কার করল সিনচিয়াংয়ের বিজ্ঞানীরা
Home Page » ফিচার » জীবাণুর সাহায্যে মাটির আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি আবিষ্কার করল সিনচিয়াংয়ের বিজ্ঞানীরাতানিয়া সুলতানা বঙ্গনিউজ ডটকম:চীনের বিজ্ঞান একাডেমির সিনচিয়াং পরিবেশ ও ভূগোল গবেষণা কেন্দ্রের গবেষকরা সাফল্যের সঙ্গে অণুজীবের দ্বারা লোনামাটির আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণের প্রযুক্তি আবিষ্কার করেছে। এ প্রযুক্তি উদ্ভাবনের ফলে মাটিতে আর্সেনিক দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করা যাবে।
চীনের বিজ্ঞান একাডেমির সিনচিয়াং পরিবেশ ও ভূগোল গবেষণা কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণ গবেষণা কার্যালয়ের পরিচালক পান সিয়াং লিয়াং আর তাঁর গবেষণা দল ছয় বছর ধরে পরীক্ষা করার পর মাটি থেকে ২০টিরও বেশি জীবাণু উদ্ধার করেছেন। এ জীবাণু দ্বারা লবণাক্ততা ও নিম্ন তাপমাত্রা রোধ করা যায়। বিপুল পরিমাণ এ জীবাণু লালন করার পর স্প্রে অথবা জলসেচন করার সময় পানির মধ্যে রেখে দিলে তা আর্সেনিককে খনিজ জাফরিতে রূপান্তর করবে। আর এর ফলে আর্সেনিক স্থায়ীভাবে মাটির মধ্যে আটকে যাবে।
আর্সেনিক হচ্ছে প্রকৃতিতে অস্তিত্বমান তীব্র বিষাক্ত একটি উপাদান। শিল্প উত্পাদন থেকে কঠিন, তরল ও বায়বীয় বর্জ্য পদার্থ, জ্বালানী কয়লা থেকে নিঃসৃত গ্যাস, রাসায়নিক শিল্প থেকে সৃষ্টি দূষিত পদার্থ, রাসানিক সার প্রভৃতির মধ্যে থাকা আসের্নিক পরিবেশে মিশে প্রকৃতির ব্যপক ক্ষতি সাধন করতে পারে।
বাংলাদেশ সময়: ২০:১৪:২৮ ৫৫৬ বার পঠিত