শনিবার, ১৬ নভেম্বর ২০১৩
মাগুরায় ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু
Home Page » সংবাদ শিরোনাম » মাগুরায় ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যুবঙ্গ-নিউজ ডটকমঃ মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় তানভির শেখ (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে দ্বারিয়াপুর-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভির বরইচারা গ্রামের মিরাজ শেখের ছেলে ও দ্বারিয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র। তানভিরের বাবা মিরাজ শেখ বঙ্গনিউজকে জানান, সকালে তানভির স্কুলে যাচ্ছিল। সে দ্বারিয়াপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে শ্রীপুরগামী একটি ট্রাক তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা তানভিরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. বিশ্বনাথ কুণ্ডু তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বঙ্গনিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:১২:৩৫ ৩৮০ বার পঠিত