শনিবার, ১৬ নভেম্বর ২০১৩

আশুলিয়ায় বিশ্বাস গ্রুপের কারখানায় আগুন, আহত ৫

Home Page » সংবাদ শিরোনাম » আশুলিয়ায় বিশ্বাস গ্রুপের কারখানায় আগুন, আহত ৫
শনিবার, ১৬ নভেম্বর ২০১৩



526cb926af466-chittag1.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ শিল্পাঞ্চল আশুলিয়ার মির্জানগর বেলতলা এলাকায় বিশ্বাস সিনথেটিক নামের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ শ্রমিক আহত হয়েছেন।শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। শ্রমিক সূত্রে জানা যায়, কারখানায় কাজ চলা অবস্থায় হঠাৎ একটি মেশিন প্রচণ্ড গরম হয়ে যাওয়ায় কাপড়ের মধ্যে থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে দিক বিদিক ছুটতে থাকেন শ্রমিকরা। এঘটনায় কমপক্ষে ৫ শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে কারখানার শ্রমিকরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তী সময়ে ধামরাই ফায়ার সর্ভিসের ২টি ইউনিট ও ডিইপিজেড ফায়ার সর্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারখানার ৩টি মেশিনসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মূল্যবান তৈরি পোশাক পুড়ে যায়। এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান আগুনের সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় কারখানার শ্রমিকরাই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৩৪   ১৬৫৩ বার পঠিত