শনিবার, ১৬ নভেম্বর ২০১৩
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
Home Page » সংবাদ শিরোনাম » ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪বঙ্গ-নিউজ ডটকমঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে সিএনজি চালিত দু’টি অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও চারজন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. বায়েজিদ বঙ্গনিউজকে জানান, ব্রাহ্মণবাড়িয়াগামী একটি ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দু’টি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরসহ অটোরিকশা দু’টি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৪:৪৪:৩৯ ৩৫০ বার পঠিত