শনিবার, ১৬ নভেম্বর ২০১৩

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

Home Page » প্রথমপাতা » গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ
শনিবার, ১৬ নভেম্বর ২০১৩



download_12403.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ গাজীপুরে পোশাক শ্রমিক অসন্তোষ চলছে। শ্রমিকরা রাস্তায় নেমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায়।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে কোনাবাড়ী বিসিক এলাকায় পিস রেট বাড়ানোর দাবিতে বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা কাজে যোগ দিয়েই কর্মবিরতি শুরু করে। এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিলসহ রাস্তায় নেমে আসে। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দেয়। এ সময় পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল বিনিময়ে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সকাল সাড়ে ১০টায় রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

বাংলাদেশ সময়: ১১:৩৫:৪৪   ৩৫২ বার পঠিত