শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৩

বেগমগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে আহত ৫

Home Page » সংবাদ শিরোনাম » বেগমগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে আহত ৫
শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৩



_34468_13-11-13_noakhali_district_.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ নোয়াখালীর বেগমগঞ্জের রমজান বিবি বাজারে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা বুলু গ্রুপের সঙ্গে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম দোলন গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষের ঘটনায় চৌমুহনী-মাইজদী সড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষ চলাকালে ৮-১০টি ককটেলের বিস্ফোরণ, সাংবাদিকের মোটরসাইকেলসহ ৫-৬টি গাড়ি ভাঙচুর করা হয়। এসময় উভয়পক্ষের ৫ কর্মী আহত হয়েছেন বলে জানা যায়। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, কেন্দ্রীয় বিএনপি নেতা ডা. মাজহারুল ইসলাম দোলনের কর্মী সভায় যোগদানের জন্য কর্মীরা বেগমগঞ্জের গাবুয়া এলাকায় যাওয়ার পথে বরকত উল্লা বুলু গ্রুপ বাধা দেয়। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বঙ্গনিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৮:০০   ৩৬৫ বার পঠিত