শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৩
ছাত্র হত্যার জেরে বরিশালে ১৬ বাড়িতে আগুন
Home Page » সংবাদ শিরোনাম » ছাত্র হত্যার জেরে বরিশালে ১৬ বাড়িতে আগুনবঙ্গ-নিউজ ডটকমঃ বরিশালের চর আইচায় ঝালকাঠি কলেজের ছাত্র পারভেজ গাজী (২০) হত্যার জেরে ১৬টি বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনগণ। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ওই ছাত্র বৃহস্পতিবার রাতে মারা যান। স্থানীয় জানান, শুক্রবার সকালে তার মৃত্যুর খবর কাউখালী এলাকায় ছড়িয়ে পড়লে ওই এলাকার প্রতিপক্ষের ১৬টি বাড়িতে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে নিহতের স্বজন ও স্থানীয় লোকজন। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত এ হামলার ঘটনা ঘটে। এসময় ১৬টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা। বরিশাল বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বঙ্গনিউজকে জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে, শুক্রবার সকালে বাড়িঘরে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। এরা হলেন- চরকাউয়া গ্রামের গোপাল চন্দ্র হালদারের ছেলে পীযুষ চন্দ্র হালদার (২০), আশরাফ তালুকদারের ছেলে রাজিব তালুকদার (১৮), সুমেত তালুকদারের ছেলে এনামুল হক পাভেল (২৪), শ্যামল চন্দ্র হালদারের ছেলে শান্ত চন্দ্র হালদার (২৬) ও ধীরেন চন্দ্র হালদার (৫৫)। উল্লেখ্য, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার খানপুরার চরআইচা মাত্রি প্রাইমারি বিদ্যালয়ের মাঠে পারভেজ ও তার পক্ষের কয়েকজনের ওপর হামলা চালায় একই এলাকার কয়েক যুবক। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে পারভেজ গাজী, তার ছোট ভাই পাভেল গাজী (১৮), বন্ধু জহিরুল ইসলাম (১৬) ও শামীম গাজী (২২) গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক এদের মধ্যে পারভেজকে মৃত ঘোষণা করেন। এদিকে, রাত সাড়ে ১২টার দিকে জহিরুলকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। নিহত পারভেজ ও পাভেল গাজী কাউখালীর খানপুরা গ্রামের বাসিন্দা ও বরিশাল সিটি করপোরেশনের কর্মচারী সেলীম হাওলাদারের ছেলে। সেলিম গাজী জানান, সম্প্রতি ক্রিকেট খেলা নিয়ে পাশের চরকাউয়া এলাকার বিকাশ, নন্দ, পীযুষ ও ধীমান নামে কয়েক যুবকের সঙ্গে পারভেজের হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ছিল। বৃহস্পতিবার রাতে ব্যাডমিন্টন খেলার সময় বিকাশ পূর্ব পরিকল্পিতভাবে পারভেজকে মাঠের এক পাশে অন্ধকারে ডেকে নিয়ে যান। সেখানে ওৎ পেতে থাকা নন্দ, পীযুষ ও ধীমানসহ একদল যুবক ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে কোপাতে থাকেন। এতে পারভেজের ঘাড়ের অর্ধেক অংশ কেটে যায়। এসময় পারভেজের ছোট ভাই ও বন্ধুরা ছুটে গেলে তাদেরও কুপিয়ে আহত করেন তারা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বরিশাল মেট্রোপলিটন থানার ওসি রেজাউল করিম বলেন, এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা ও তিনজনকে আহত করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭:৪৩:৫৪ ৪০১ বার পঠিত