শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৩
ইরাকে পবিত্র আশুরা অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৩৯
Home Page » বিশ্ব » ইরাকে পবিত্র আশুরা অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৩৯বঙ্গ-নিউজ ডটকমঃ ইরাকের দুইটি এলাকায় পবিত্র আশুরার অনুষ্ঠানে বোমা হামলায় অন্তত ৩৯ জন নিহত ও ৮৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানায় ডন এবং রেডিও তেহরান। উত্তর বাগদাদের দিয়ালা প্রদেশে শোকার্ত মানুষের ওপর বোমা হামলায় ৩০ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন। কুত শহরের আল-হাফারিয়া এলাকায় এক শোকানুষ্ঠানে প্রাণ হারিয়েছে আরো নয় জন। সেখানে আহত হয়েছে ২৪ জন। এর আগে বুধবার বাকুবা শহরের কাছে মহররমের শোক মিছিলে হামলায় আট জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শোক মিছিল নিয়ে কারবালার দিকে যাওয়ার সময় তারা হামলার শিকার হন।
বাংলাদেশ সময়: ১৭:২৪:১০ ৩২৭ বার পঠিত