শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৩

আজ থেকে স্বর্ণের দাম কমেছে

Home Page » জাতীয় » আজ থেকে স্বর্ণের দাম কমেছে
শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৩



image_53930.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ দেশের স্বর্ণের দাম ফের কমেছে। স্বর্ণের মান ভেদে প্রতি ভরিতে দাম কমেছে ৯৩৩ টাকা খেকে এক হাজার ১৬৭ টাকা পর্যন্ত।স্বর্ণের নতুন দাম আজ শুক্রবার থেকে কার্যকর।

আন্তর্জাতিক বাজারে দাম পড়ে যাওয়ায় তার সঙ্গে মিলিয়ে দেশীয় বাজারেও দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।বৃহস্পতিবার অনুষ্ঠিত সমিতির কার্যকরী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুস সিদ্ধান্ত অনুসারে,আজ থেকে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) দাম হবে ৪৮ হাজার ৪০৫ টাকা, যা শুক্রবারেও ছিল ৪৯ হাজার ৫৭২ টাকা। এই মাসের স্বর্ণের দাম প্রতি ভরিতে কমছে ১ হাজার ১৬৬ টাকা।
অন্যদিকে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ৪৬ হাজার ২৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হয়েছে ৩৯ হাজার ৬৫৭ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে ২৭ হাজার ৪১০ টাকা হয়েছে। এ হিসেবে ২১ ক্যারেটের স্বর্ণে প্রতি ভরিতে এক হাজার ১০৮ টাকা,১৮ ক্যারেটে ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৯৩৩ টাকা কমেছে।
আর রুপার দাম অপরিবর্তিত আছে।বর্তমানে প্রতি ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা।

বাংলাদেশ সময়: ১৭:১৫:৪০   ৪৩৭ বার পঠিত