শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৩
নারী সাংসদের বাসায় ককটেল নিক্ষেপ
Home Page » সংবাদ শিরোনাম » নারী সাংসদের বাসায় ককটেল নিক্ষেপবঙ্গ-নিউজ ডটকমঃ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আশরাফুন্নেছা মোশারফের বাসায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ৬টায় দুজন মোটরসাইকেল আরোহী মাহিলা আ.লীগ সভাপতির বাসায় ককটেল দুটি নিক্ষেপ করে। মিরপুর ১নম্বর সেকশনের শাহ্ আলীবাগের ৭৭নম্বর বাসায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় দোকানদার জানান, সকাল ৬টার দিকে দুজন মোটরসাইকেলযোগে এসে আশরাফুন্নেছার বাসা লক্ষ্য করে দুটি শক্তিশালী ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল তার বাসার বেডরুমের পাশের বারান্দায় পড়ে বিস্ফোরিত হয়। অন্যটি অবিস্ফোরিত থেকে যায়। পরে অবিস্ফোরিত ককটেলটি শাহ আলী থানা পুলিশের সদস্যরা উদ্ধার করে নিয়ে যায়। আশরাফুন্নেছা মোশারফ বঙ্গনিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে অন্য একটি সূত্র জানায়, জামায়াত-শিবির এই ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এছাড়া আশরাফুন্নেছা আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এ প্রতিক্রিয়ায় রাজনৈতিক প্রতিপক্ষরাও এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে সূত্র জানায়।
বাংলাদেশ সময়: ১৫:৩৯:২৭ ৩৪১ বার পঠিত