শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৩

বাবুকে গ্রেফতার প্রতিবাদে লক্ষ্মীপুরে রোববার হরতাল আহবান

Home Page » সংবাদ শিরোনাম » বাবুকে গ্রেফতার প্রতিবাদে লক্ষ্মীপুরে রোববার হরতাল আহবান
শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৩



_34383_10-09-13_.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সফিউল বারী বাবুকে গ্রেফতারের প্রতিবাদে আগামী (১৭ নভেম্বর) রোববার লক্ষ্মীপুর জেলায় আধাবেলা হরতালের ডাক দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার রাত ৯টায় জেলা স্বেচ্ছাসেবক দল এ হরতালের ডাক দেয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাইনউদ্দিন হামীম হরতাল আহ্বানের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে বলেও তিনি জানান। এদিকে, সফিউল বারী বাবুকে গ্রেফতারের খবর লক্ষ্মীপুর পৌঁছালে জেলা সদর, কমলনগর ও রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দল তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। উল্লেখ্য, হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের হওয়ায় মামলায় ঢাকার বাংলামোটর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় সফিউল বারী বাবু ও একইদলের আরেক নেতা শরাফত আলী সপুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৪২   ৩৪৩ বার পঠিত