শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৩

দেশে যোগ্য সম্মান পাচ্ছেন না ইউনূস, মন্তব্য জার্মান রাষ্ট্রদূতের

Home Page » জাতীয় » দেশে যোগ্য সম্মান পাচ্ছেন না ইউনূস, মন্তব্য জার্মান রাষ্ট্রদূতের
শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৩



yunus-920131106144056.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস দেশে তার যোগ্য সম্মান পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জার্মান রাষ্ট্রদূত ড. আলব্রেখট কনজে। জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার জনক ড. মোহাম্মদ ইউনূস বাংলাদেশে যোগ্য সম্মান পাচ্ছেন না। এতে আমি অত্যন্ত মর্মাহত।’বৃহস্পতিবার জার্মান দূতাবাস থেকে এক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন জার্মান রাষ্ট্রদূত ড. আলব্রেখট কনজে। এসময় জার্মান রাষ্ট্রদূত ড. ইউনূসকে আগামী বছর বার্লিনে ভ্রমণে জার্মান প্রেসিডেন্টের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জার্মানি ও ইউনূসের সম্পর্কের কথা ব্যক্ত করেন। এ সময়ে রাষ্ট্রদূত বলেন, নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ করে নারীদের জন্য ড. মোহাম্মদ ইউনূসের অবদানের কথা জার্মানিতে সবসময়ে প্রশংসিত। এছাড়া রাষ্ট্রদূত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নূন্যতম মজুরি নিশ্চিত করতে তার উদ্যোগকে সাধুবাদ জানান।‍

বাংলাদেশ সময়: ১:০৯:১২   ৩৫০ বার পঠিত