বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩
শনিবার অর্ধদিবস হরতাল মুন্সীগঞ্জে
Home Page » সংবাদ শিরোনাম » শনিবার অর্ধদিবস হরতাল মুন্সীগঞ্জেবঙ্গ-নিউজ ডটকমঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপুকে আটকের প্রতিবাদে শনিবার মুন্সীগঞ্জে অর্ধদিবস হরতাল ডেকেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আওলাদ হোসেন উজ্জ্বল এ হরতালের ডাক দেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বঙ্গনিউজকে জানান, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় হরতাল পালন করবে দলীয় নেতাকর্মীরা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপুকে আটকের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, মীর সরফত আলী সপুর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢীখাল ইউনিয়নের হরপাড়া গ্রামে।
বাংলাদেশ সময়: ২৩:৩৪:০০ ৩৪৬ বার পঠিত