বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩
গাজীপুরে ট্রাক চাপায় সেনা সদস্য নিহত
Home Page » সংবাদ শিরোনাম » গাজীপুরে ট্রাক চাপায় সেনা সদস্য নিহতবঙ্গ-নিউজ ডটকমঃ গাজীপুরের হালডোবা এলাকায় ট্রাকচাপায় জয়ন্ত (৩৫) নামে সেনাবাহিনীর এক কর্পোরাল নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ট্রাকটি পেছন থেকে তার মোটরসাইকেলকে চাপা দিলে তিনি নিহত হন। এ সময় আহত হন তার দুই সঙ্গী। তারা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। আহত সেনাসদস্যরা হলেন-আব্দুল্লাহ আল সাদিক(২৫) ও সাইফুল ইসলাম(২৭)। সামরিক সূত্রে জানা যায়, ৩ সেনাসদস্যই ২০ ইস্টবেঙ্গল রেজিমেন্ট রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। তারা ২ দিনের ছুটি নিয়ে একটি মোটরসাইকেল যোগে রাজেন্দ্রপুর থেকে সাভারে তাদের পরিবারের কাছে যাচ্ছিলেন। বেলা ৪টার দিকে রাজন্দ্রেপুর-কাপাসিয়া সড়কের হালডোবা নামক স্থানে সাভারগামী ৩ সেনাসদস্যবাহী মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দিলে সবাই ছিটকে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট ও পরে হেলিকপ্টার যোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) ভর্তি করা হয়। বেলা সাড়ে ৫ টার দিকে ডাক্তার জয়ন্তকে মৃত ঘোষণা করেন।
ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ২১:২৭:৫৬ ৩৫৫ বার পঠিত