বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩
কোম্পানীগঞ্জে পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে বিএনপি নেতার মৃত্যু
Home Page » সংবাদ শিরোনাম » কোম্পানীগঞ্জে পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে বিএনপি নেতার মৃত্যুবঙ্গ-নিউজ ডটকমঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের (৫০) পুলিশের তাড়া খেয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ওই এলাকায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে মারা যান তিনি।
নিহতের পরিবারের লোকজন অভিযোগ করে বঙ্গনিউজকে জানান, কোম্পানীগঞ্জ উপজেলা সেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মামুন হত্যার ঘটনায় বুধবার রাতে সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে পুলিশ বিএনপি নেতা আবুল খায়েরের বাড়িতেও অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে তিনি মারা যান। পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে বিএনপি নেতার মৃত্যু হয়েছে এমন অভিযোগ অস্বীকার করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ বঙ্গনিউজকে বলেন, আবুল খায়ের নামে বিএনপির এক নেতা পানিতে ডুবে মারা গেছেন বলে শুনেছি। পুলিশ তার বাড়িতে কোনো অভিযান চালায়নি। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগও নেই। তবে, রাজনৈতিক সহিংসতার কারণে পুলিশ রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে।
বাংলাদেশ সময়: ১৪:০৫:১৯ ৩৫৯ বার পঠিত