বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩
টঙ্গীতে জামায়াত-শিবিরের মিছিল
Home Page » সংবাদ শিরোনাম » টঙ্গীতে জামায়াত-শিবিরের মিছিলবঙ্গ-নিউজ ডটকমঃ জামায়াতের নিবন্ধন বাতিল, গাজীপুর জেলা ও টঙ্গী থানার জামায়াতের আমিরসহ বন্দি নেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের টঙ্গী শাখা বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার সকাল ৭টায় টঙ্গীর চেরাগালী এলাকায় মিছিল করে জামায়াত-শিবির। জামায়াতে ইসলামীর টঙ্গী থানার ভারপ্রাপ্ত আমীর ইরফানুল হকের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিবন্ধন বাতিলের প্রতিবাদে ও গাজীপুর জেলা আমির আবুল হাশেম খান টঙ্গী থানা আমীর মাওলানা গোলামুল কুদ্দুস ও থানা সেক্রেটারি আফজাল হোসেনসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- টঙ্গী থানা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আসলামুল কবির, ছাত্রশিবিরের টঙ্গী কলেজ শাখার সভাপতি ফজলুল হকসহ জামায়াত-শিবিরের অন্য নেতারা।
বাংলাদেশ সময়: ১৩:৩৮:৩২ ৩১৮ বার পঠিত