বুধবার, ১৩ নভেম্বর ২০১৩
কালিগঞ্জে ট্রাকে আগুন, চালক ও হেলপার আহত
Home Page » সংবাদ শিরোনাম » কালিগঞ্জে ট্রাকে আগুন, চালক ও হেলপার আহতবঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের ৩য় দিন রাতে জেলার কালিগঞ্জ থানার মূলগাও নামক স্থানে হরতালকারীরা একটি ট্রাকে আগুন দিয়েছে। এতে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। আহত চালকের নাম সাইদুর রহমান (৩০) ও হেলপার ইয়াসিন মিয়া (২৫)। তাদের বাড়ি খুলনা জেলায়। স্থানীয় সূত্র জানায়, টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালিগঞ্জ বাইপাসে ঘোড়াশাল ব্রিজের নীচে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে হরতালকারীরা আগুন দেয়। আগুন লাগার পর চালক ও হেলপার দ্রুত নেমে পড়লেও তারা আহত হন। তাদের কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল ইসলাম ভূঁইয়া বঙ্গনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২:০৬:২৭ ৪৫৬ বার পঠিত