বুধবার, ১৩ নভেম্বর ২০১৩
মালিবাগে যমুনা ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
Home Page » সংবাদ শিরোনাম » মালিবাগে যমুনা ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপবঙ্গ-নিউজ ডটকমঃ যমুনা ব্যাংকের মালিবাগ শাখায় পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটায়। ইব্রাহিম নামের এক প্রত্যক্ষদর্শী বঙ্গনিউজকে বলেন, সিএনজি করে কয়েকজন লোক এসে যমুনা ব্যাংকের মালিবাগ শাখার জানালা লক্ষ করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে সেখানে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে লোকজন দেখতে পেয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ব্যাপারে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খানের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০:০৫:৫৫ ৩৩৮ বার পঠিত