মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৩
সুনামগঞ্জের সংঘর্ষে ৯ পুলিশসহ আহত ৪৫
Home Page » সংবাদ শিরোনাম » সুনামগঞ্জের সংঘর্ষে ৯ পুলিশসহ আহত ৪৫বঙ্গ-নিউজ ডটকমঃ সুনামগঞ্জের ছাতক উপজেলা শহরে আওয়ামী-ছাত্রলীগের সঙ্গে বিএনপি-ছাত্রদলের ও গোবিন্দগঞ্জে ছাত্রলীগের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষে কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ পুলিশ, উপজেলা কৃষক দলের সভাপতি রয়েছেন। মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জে প্রথমে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনার কিছুক্ষণ পর ছাতক শহরে হরতালের সমর্থনে মিছিল করে স্থানীয় বিএনপি ও ছাত্রদল। বিএনপি নেতা কলিমুদ্দিনের নেতৃত্বে ওই মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে উভয়পক্ষে মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয় স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাকা গুলি ও টিয়ারসেল ছুড়ে। জেলা সদর থানা থেকে ছাতক উপজেলায় অতিরিক্ত তিন প্লাটুন পুলিশ মোতায়েন এবং দুই প্লাটুন বিজিবি নামানো হয়েছে। আহত নয় পুলিশ সদস্য হলেন- এসআই সাঈফ, কনস্টেবল শাকিল আহমেদ, ইকবাল হোসেন, আমির আলী, মানিক মিয়া, খালেদ আহমদ, ওবায়দুর রহমান, বাবুল, আখতার হোসেন। সংঘর্ষকারীদের ছোড়া ইট-পাটকেলে আঘাতে তারা সামান্য আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের আহত হওয়ার বিষয়টি ও তাদের নাম জানিয়েছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সী। ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত ছাতক উপজেলা কৃষক দলের সভাপতি সালেহ আহমদ ( ৪২) ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী আব্দুর রহিমকে (২৫) চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যান্য বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে ছাত্রশিবির হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিল শেষে তারা গোবিন্দগঞ্জ পয়েন্টে সমাবেশ করে। সমাবেশের পাশে মোটরসাইকেলে করে ঘোরাঘুরি করলে তাকে মারধোর করে শিবির কর্মীরা। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের কর্মী এসে ধাওয়া করে শিবির কর্মীদের। ধাওয়া পাল্টা-ধাওয়া চলতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি ও টিয়ারসেল ছুড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনার কিছুক্ষণ পরে ছাতক শহরে হরতালের সমর্থনে বিএনপি-ছাত্রদলের মিছিল বের করে। ওই মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। পুলিশ সূত্র জানিয়েছে, দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হলে তা থেমে থেমে বিকেল সাড়ে ৩টার পর্যন্ত চলে। উভয় স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬৫ রাউন্ড টিয়ারসেল ও ১৭০ রাউন্ড শটগানের গুলি ছুড়ে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) হেমায়েতুল ইসলাম বঙ্গনিউজকে জানান, সংঘর্ষ থামাতে সুনামগঞ্জ থেকে অতিরিক্ত ৩ প্লাটুন পুলিশ পাঠানো হয়। সুনামগঞ্জ-৮ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল একেএম মাকছুদুল হক জানান, সুনামগঞ্জ থেকে এক প্লাটুন এবং সিলেট থেকে এক প্লাটুন বিজিবি গোবিন্দগঞ্জ পয়েন্টে মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:১৬:৩৩ ৩৪১ বার পঠিত