মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৩

মহাখালিতে শিবিরের ১০ ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ২ জন

Home Page » সংবাদ শিরোনাম » মহাখালিতে শিবিরের ১০ ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ২ জন
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৩



39167_2013-03-09-05-17-45-513ac5f9799c6-koktel.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর মহাখালীতে হরতালের সমর্থনের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ১০টি ককটেল নিক্ষেপ করেছে শিবিরকর্মীরা। এ ঘটনায় ২ পথচারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাখালী কলেরা হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থিত একটি মিছিল থেকে ঢাকা মহানগর উত্তর শাখার ১০/১৫ জন শিবিরকর্মী পুলিশকে লক্ষ্য করে পরপর ৮/১০ টি ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ পাল্টা গুলি করলে ২ জন পথচারী গুলিবিদ্ধ হন। গুলির বিষয়টি অস্বীকার করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ বঙ্গনিউজকে বলেন, মিছিল থেকে শিবির আমাদের দিকে ককটেল নিক্ষেপ করলে আমরা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি করি। তবে এ ঘটনায় কেউ গুলিবিদ্ধ হয়নি বলেও তিনি জানান। পরে শিবির কর্মীরা ২টি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে। এ ছাড়াও একটি প্রাইভেট কার ভাঙচুর করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনার সত্যতা স্বীকার করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান জানান, শিবির কর্মীরা গাড়িতে আগুন দেওয়ার জন্য পেট্রোল ঢাললেও পুলিশ তাদের নাশকতা করতে দেয়নি।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৫৮   ৪৩২ বার পঠিত