মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৩

হুমায়ূন আহমেদ’র জন্মদিনে কলমের মানুষেরা

Home Page » বিনোদন » হুমায়ূন আহমেদ’র জন্মদিনে কলমের মানুষেরা
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৩



binadon-bg20131112153655.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ আহমেদ সৃষ্টি করেছেন অসংখ্য কালজয়ী চরিত্র। সেসব চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন অভিনয়শিল্পী। এবার হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষ্যে দেশ টিভি নির্মাণ করেছে বিশেষ অনুষ্ঠান ‘কলমের মানুষেরা’। হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রের উল্লেখযোগ্য কিছু চরিত্র নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান।

চরিত্রগুলো হচ্ছে- আসাদুজ্জামান নূর অভিনীত বাকের ভাই (কোথাও কেউ নেই), মীর্জা সাহেব (অয়োময়), ইউনুস (নান্দাইলের ইউনুস) এবং মনা ডাকাত (নিমফুল)। এছাড়া আজ রবিবার এবং শ্রাবণ মেঘের দিন, নিশি কাব্যে অভিনয়ের জন্য থাকছেন শাওন‍। অনুষ্ঠানে নাট্যকার অনিমেষ আইচ বর্ণনা করবেন মিসির আলীর চরিত্র, হুমায়ূন ট্রিবিউট, হুমায়ূনের চরিত্র নির্মাণ প্রভৃতি নিয়ে।
কোথাও কেউ নেই, শ্রাবণ মেঘের দিন, আজ রবিবার নাটকের বিভিন্ন গানে সুর করেছেন মাকসুদ জামিল মিন্টু। মাঝি (শ্যামল ছায়া), মতি (আজ রবিবার) ও চোর (তারা তিনজন) এ অভিনয় করার জন্য উপস্থিত থ‍াকছেন ফারুক আহমেদ। আব্দুল কাদের অভিনীত কোথাও কেউ নেই‘র বদি ও নক্ষত্রের রাতের জামাই চরিত্র, ডাক্তার এজাজ অভিনীত তারা তিন জন’র চোর। এছাড়া বিভিন্ন চরিত্রের জন্য আহমেদ রুবেল এবং স্বাধীন খসরু উপস্থিত থাকবেন। অভিনয় শিল্পীরা তাদের এসব চরিত্র নিয়ে সেসময়ের অভিজ্ঞতা বর্ণনা করবেন। আমজাদ সুজনের প্রযোজনায় ‘কলমের মানুষেরা’ অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৩ নভেম্বর রাত ৭টা ৪৫ মিনিটে।

বাংলাদেশ সময়: ১৫:৪২:২৫   ৩৭৪ বার পঠিত