মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৩
গাজীপুরে ২ বিএনপি নেতা গুলিবিদ্ধ
Home Page » সংবাদ শিরোনাম » গাজীপুরে ২ বিএনপি নেতা গুলিবিদ্ধবঙ্গ-নিউজ ডটকমঃ গাজীপুরে হরতালকারীদের মিছিলে পুলিশের গুলিতে দুই বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় আটকরা হচ্ছেন, বাসন ইউনিয়ন বিএনপির সভাপতি হযরত আলী (৬০) ও বিএনপি নেতা সালেহ আহম্মেদ (৪৫)। অপরদিকে, টঙ্গীতে হরতালকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর জয়দেবপুর থানাধীন টেকনগপাড়া এলাকায় হরতালের পক্ষে একটি মিছিল বের হয়। পুলিশ মিছিলকে ধাওয়া করলে হরতালকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুঁড়ে। পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে পালানোর সময় দুইজনকে আটক করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর তানভীর আহম্মেদ বঙ্গনিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হযরত আলীর পিঠে দুটি গুলি লেগেছে। সালেহ আহম্মদও গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে, টঙ্গীতে সকাল ৭টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ হাওলাদারের নেতৃত্বে একটি মিছিল থেকে চেরাগআলী এলাকার যানবাহনের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এসময় পুলিশ মিছিল লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসব ঘটনায় গত ২৪ ঘণ্টায় জেলা থেকে ৭ জন ও গুলিবিদ্ধ ২ জনসহ মোট ৯ জন আটক হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ কন্ট্রোল রুম।
এছাড়া ওই সব ঘটনায় টঙ্গীর চেরাগআলী ও গাজীপুরের টেকনগপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৫৩:৩২ ৩৬৭ বার পঠিত