মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৩

রায়ের বাগে বাসে আগুন, ৬ যাত্রী দগ্ধ

Home Page » প্রথমপাতা » রায়ের বাগে বাসে আগুন, ৬ যাত্রী দগ্ধ
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৩



soniakhra-bg-120131112141458.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের তৃতীয় দিনে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রায়ের বাগে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসের ছয় যাত্রী গুরুতর দগ্ধ হয়েছেন। এদের মধ্যে তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হচ্ছে। ‍বাকি তিনজনকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীরা বঙ্গনিউজকে জানান, দুপুর ১টা ৫০ মিনিটের দিকে রায়ের বাগের হাশেম রোড এলাকার স্পিডবোর্ড সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-আদমজী রুটে চলাচলকারী কোমল মিনিবাস সার্ভিসের যাত্রীবাহী বাসটিতে (ঢাকা মেট্রো-জ-১৪-১৯২৬) আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রীরা জানান, দুর্বৃত্তরা যাত্রাবাড়ী মোড় থেকে যাত্রী বেশে বাসে উঠে হাশেম রোড এলাকায় পৌঁছলে আগুন দিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়। এসময় অনেকে বাসের জানালা বা দরজা দিয়ে হুড়োহুড়ি করে বের হতে পারলেও ছয় যাত্রী ভেতরে আটকা পড়ে গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক ও নিকটস্থ হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনার আগেই বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ঘটনাস্থলে আশপাশের এলাকায় দায়িত্বরত পুলিশ ও ৠাব সদস্যরা উপস্থিত হয়েছেন।
তবে এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪:২৬:৫১   ৪৩০ বার পঠিত