মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৩

দিলকুশা ভবনে আগুন

Home Page » সংবাদ শিরোনাম » দিলকুশা ভবনে আগুন
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৩



fire20130721140757.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর মতিঝিলে ২৮ দিলকুশা সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় পৌনে একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে এ আগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে অগ্নিনির্বাপক কর্মকর্তারা জানান। ফায়‍ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বঙ্গনিউজকে জানান, ভবনটির ৭ম তলা থেকে আগুনের সূত্রপাত। এখানে বেশ কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানির অফিস রয়েছে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মহাপরিচালক মেজর জিয়াতুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। যারা ভবনে আটকা পড়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আতঙ্কিত হওয়ার কিছ‍ু নেই। বিশতলা ভবনটিতে অনেকে আটকা পড়লেও তাদের বের করে নিয়ে আসছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। আগুন লাগার পর ভবন থেকে বেরিয়ে আসা নুরুজ্জামান নামে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ইনচার্জ জানান, ভবনের ভেতরে অনেক মানুষ আটক‍া আছেন। প্রত্যক্ষদর্শী সানফ্লাওয়ার ইন্স্যুরেন্সের শরীফ হোসেন বলেন, আমি ১৭ তলায় ছিলাম। প্রচণ্ড ধোঁয়া ছিল। এখন তা কমে এসেছে। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রত্যেক ফ্লোরে পৌঁছেছেন।

বাংলাদেশ সময়: ১৪:১৫:০১   ৪৪১ বার পঠিত