মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৩

পিকেটারদের ককটেলে ঝলসে গেলেন স্বামী-স্ত্রী

Home Page » সংবাদ শিরোনাম » পিকেটারদের ককটেলে ঝলসে গেলেন স্বামী-স্ত্রী
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৩



koktel20131027024038.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর উত্তরায় পিকেটারদের ছোড়া ককটেলে গুরুতর আহত হয়েছেন এক দম্পতি। ঝলসে গেছে স্ত্রী আফরোজার মুখের ডান দিক। আহত হয়েছেন স্বামী আহসানও।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। আহসান জানান, রাত ৯টা ২০ মিনিটে উত্তরার মাস্কাট প্লাজার সামনে তারা এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পিকেটাররা তাদের দিকে পরপর ৪টি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল তার স্ত্রী আফরোজা আক্তার সুমির মুখের ডান পাশে লাগে। এতে তার গলার কিছু অংশ ও মুখের ডান পাশ পুরোপুরি ঝলসে যায়। অপর একটি ককটেল তার শরীরে লাগলে তার দু’হাত এবং বুকের দিকে কিছু অংশ ঝলসে যায়।

তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহসান আহমেদ (২৮) একটি সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করেন আর স্ত্রী আফরোজা আক্তার সুমি (২৮)একটি বায়িং হাউজে কাজ করেন।

বাংলাদেশ সময়: ০:১০:২৯   ৯০৮ বার পঠিত