বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৩
৫০ যাত্রী নিয়ে নদীতে ডুবল বাস
Home Page » এক্সক্লুসিভ » ৫০ যাত্রী নিয়ে নদীতে ডুবল বাসবঙ্গনিউজ ডটকম :বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটিনদীরগোপালপুরফেরিঘাটেরপন্টুন থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে গেছে। গতকাল বিকাল সোয়া ৪টার দিকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে বাসটি নদীতে পড়ে যায় বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি মো. নুরুল ইসলাম তিনি জানান, বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে ৪০/৫০ জন যাত্রী নিয়ে ‘মায়ের আচল’ নামে একটি বাস বাকেরগঞ্জ উপজেলার ডিসি ঘাটের উদ্দেশে যাচছিল বিকাল সোয়া ৪টার দিকে বাসটি গোপালপুর ঘাটে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে যায়। এ সময় ৪/৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। দুর্ঘটনার খবর পেয়ে আশপাশ এলাকার কয়েক হাজার কৌতূহলী মানুষ সেখানে ভিড় করায় উদ্ধার কাজে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা বাসটি রশি দিয়ে ঘাটের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি দল, পুলিশের উদ্ধারকারী রেকার এবং ডুবুরিরা দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) হতাহত কিংবা নিখোঁজের নিশ্চিত কোনো খবর জানাতে পারেননি ঘটনাস্থলে থাকা জেলা পুলিশ সুপার এ কে এম এহ্সানউল্লাহ। তিনি জানান, বিআইডবি্লউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার দুর্ঘটনাস্থলে পেঁৗছতে সময় লাগবে ৮ ঘণ্টা। তাই পুলিশের ১০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন রেকার, ২ জন ডুবুরি এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। বেঁচে যাওয়া এক যাত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ৩২ আসনের বাসে দাঁড়ানোসহ প্রায় অর্ধশত যাত্রী ছিল।
বাংলাদেশ সময়: ২৩:২০:০৫ ৬২৪ বার পঠিত