সোমবার, ১১ নভেম্বর ২০১৩
আশুলিয়ায় শ্রমিকবাহী বাসে আগুন, আহত ২
Home Page » সংবাদ শিরোনাম » আশুলিয়ায় শ্রমিকবাহী বাসে আগুন, আহত ২বঙ্গ-নিউজ ডটকমঃ শিল্পাঞ্চল আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় শ্রমিকবাহী একটি বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। সোমবার রাত পৌনে ৯টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার হাবীব সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালক ও হেলপার আহত হন। তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা বঙ্গনিউজকে জানান, ডিইপিজেডের শ্রমিক বহনকারী (ঢাকা-ব-২২১২) বাসটি শ্রমিকেদের নামিয়ে দিয়ে ২-৩জন যাত্রী নিয়ে হাবীব সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে। এসময় বাসে যাত্রী বেশে ওঠা লোকগুলো নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. বদরুল আলম বঙ্গনিউজকে জানান, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছ। উল্লেখ্য, গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ ও বিক্ষিপ্ত সহিংসতার মধ্য দিয়ে সারাদেশে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতাল চলছে। রোববার ভোর ৬টায় শুরু হওয়া এ হরতাল চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রথমে ৭২ ঘণ্টা হরতাল কর্মসূচি ঘোষণা করা হলেও বিএনপির শীর্ষ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৫জনকে গ্রেফতারের প্রতিবাদে শনিবার হরতাল ১২ ঘণ্টা বাড়িয়ে ৮৪ ঘণ্টা করা হয়।
বাংলাদেশ সময়: ২২:১৩:৩২ ৩৫০ বার পঠিত