
সোমবার, ১১ নভেম্বর ২০১৩
জামালপুরে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই
Home Page » সংবাদ শিরোনাম » জামালপুরে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাইবঙ্গ-নিউজ ডটকমঃ জামালপুর সদর উপজেলার শাহবাজপুর বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকানসহ অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দুপুরে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জামালপুর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপ) চেয়ারম্যান আইয়ুব আলী বঙ্গনিউজকে জানান, দুপুরে শাহবাজপুর বাজারে একটি কসমেটিকের দোকান থেকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়লে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বাজার ব্যবসায়ীদের।
বাংলাদেশ সময়: ২১:৪০:১৫ ৩৮২ বার পঠিত