সোমবার, ১১ নভেম্বর ২০১৩
খালেদা-কাদের সিদ্দিকী বৈঠক চলছে
Home Page » প্রথমপাতা » খালেদা-কাদের সিদ্দিকী বৈঠক চলছেবঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী ও বিকল্পধারার মহাসচিব মেজর(অব.) আব্দুল মান্নান। তবে বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর আসার কথা থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি এসে পৌঁছেননি। সোমবার রাত সাড়ে আটটার দিকে দুই দলের নেতারা গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এসে বৈঠকে বসেছেন খালেদা জিয়ার সঙ্গে। কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীকসহ ১০ সদস্যের প্রতিনিধিদল রয়েছেন কাদের সিদ্দিকীর সঙ্গে। অন্যদিকে বিকল্পধারার মহাসচিব মেজর(অব.) আব্দুল মান্নানের সঙ্গে রয়েছেন আরও ২ নেতা। সোমবার দুপুরে কাদের সিদ্দিকী টানা হরতাল প্রত্যাহারের আহবান জানানোর পর খালেদা জিয়ার সঙ্গে এই সাক্ষাতকে অনেক গুরুত্বপূর্ণ বলে ভাবা হচ্ছে। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। একই সংবাদ সম্মেলনে বি. চৌধুরী সকাল-সন্ধ্যা হরতাল পালন করে রাতে হরতাল না দেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২১:২৬:১৬ ৩৪৮ বার পঠিত