সোমবার, ১১ নভেম্বর ২০১৩
গাজীপুরে পিকআপ ভ্যানে আগুন, আহত ৩
Home Page » সংবাদ শিরোনাম » গাজীপুরে পিকআপ ভ্যানে আগুন, আহত ৩বঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা হরতাল ৮৪ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর কারওয়ান বাজার যাওয়ার পথে মুরগী ভর্তি একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৫৮০টি মুরগী পুড়ে গেছে। এ ঘটনায় আহত আহত হয়েছেন ভ্যানের চালকসহ তিন জন। সোমবার ভোররাতে গাজীপুর জেলার কালিগঞ্জ থানাধীন বাইপাস সড়কের বালিগাঁও এলাকায় অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে কালিগঞ্জ উপজেলার বাহাদুরশাদী এলাকার আবদুর রহমান মিয়ার মুরগীর ফার্ম থেকে ৫৮০টি মুরগী নিয়ে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৬-৪১৯৪) ঢাকার কারওয়ান বাজারের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে কালিগঞ্জ বাইপাসের বালিগাঁও আসলে কতিপয় সন্ত্রাসী পিকআপ ভ্যানটি আক্রমণ করে গ্লাস ভাঙচুর করে। এতে মাথা ফেটে চালক আহত হলে গাড়িটি থামিয়ে দেওয়া হয়। এরপর দৃর্বৃত্তরা গাড়িতে থাকা চালক মোস্তফা কামাল (৪০), হেলপার ঝুমন মিয়া (২০) ও মুরগীর মালিক পক্ষের স্টাফ বাবু মিয়াকে (২১) গাড়ি থেকে নামিয়ে মারধর করে। সূত্র আরও জানায়, দুর্বৃত্তরা ৩ জনকে গাড়ি থেকে নামিয়ে হাত পা বেঁধে অমানবিক নির্যাতন করে ৩টি মোবাইল ছিনিয়ে নেয় এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে এবং পিকআপ ভ্যানটির আগুন নিয়ন্ত্রণে আনে। আহতরা বর্তমানে নিকটস্থ ঘোড়াশাল শহরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। পিকআপ ভ্যানের মালিক আবদুর রহমান মিয়া সাংবাদিকদের জানান, পরিকল্পিতভাবে তার গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ বাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ভূইয়া বঙ্গনিউজকে জানান, এ বিষয়ে কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি।
শ্রমিক অসন্তোষের আশঙ্কায় বিজিবি মোতায়েন
এদিকে, সম্ভাব্য শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে পরিস্থিতি বিবেচনা করে গাজীপুরে ৩ প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় সূত্র ৩ প্ল্যাটুন বিজিবি মোতায়েনের কথা নিশ্চিত করে জানিয়েছে, একজন নির্বাহনী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বিজিবি কাজ করছে।
বাংলাদেশ সময়: ১২:৩৫:৪৪ ৩০৬ বার পঠিত