সোমবার, ১১ নভেম্বর ২০১৩

চাঁদপুরে বিএনপি-জামায়াতের ১০ কর্মী আটক

Home Page » সংবাদ শিরোনাম » চাঁদপুরে বিএনপি-জামায়াতের ১০ কর্মী আটক
সোমবার, ১১ নভেম্বর ২০১৩



chadpur.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার গভীররাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন বিএনপির, পাঁচজন ছাত্রদলের, দুইজন জামায়াতের ও একজন শিবিরের কর্মী। এদিকে, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা ৮৪ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার সকালে চাঁদপুর-পুরান বাজার ব্রিজের উপর টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে হরতালকারীরা। শহরের বাবুরহাট এলাকায় ঝটিকা মিছিল বের করে বিএনপির একটি অঙ্গ সংগঠন। অপরদিকে, হরতালে চাঁদপুরে কোনো যানবাহন চলাচল করছে না। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। পায়ে হেঁটেই কর্মস্থলে যোগ দিতে হচ্ছে তাদের। চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বঙ্গনিউজকে জানান, নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫৯:৫৬   ৩২৯ বার পঠিত