সোমবার, ১১ নভেম্বর ২০১৩

হরতালে রাজধানী বিচ্ছিন

Home Page » প্রথমপাতা » হরতালে রাজধানী বিচ্ছিন
সোমবার, ১১ নভেম্বর ২০১৩



ji.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টা হরতালের ২৪ ঘণ্টা কাটতেই রাজধানী বিচ্ছিন্ন হয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সরকারের এতো নির্যাতনের মধ্যেও হরতাল অবশ্যই সফল। রাজধানী পুরোটা বিচ্ছিন্ন হয়ে গেছে এই হরতালে। সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি চান না, তিনি সত্যিকার অর্থে কবরের শান্তি চান বলে মন্তব্য করেন রিজভী। ‘প্রধানমন্ত্রীত্ব নয়, শান্তি চাই’- বলে রোববার প্রধানমন্ত্রীর একটি মন্তব্যের জবাবে রিজভী একথা বলেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রী গুলি, হত্যা, নির্যাতন করে ভয়াবহ এক ক্র্যাক ডাউনের মাধ্যমে শান্ত পরিবেশ বোঝাতে চাইছেন। সেটাই কবরের শান্তি। বিরোধীদলের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়ে শান্তির কথা বলছেন তিনি। রিজভী বলেন, দেশের মানুষ এখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, বিরোধীদলীয় নেতা গৃহবন্দি, নজরবন্দী নাকি অবরুদ্ধ- এর জবাব এখনো পাইনি। যা পেয়েছি তা কাপুরুষোচিত জবাব। জনরোষ থেকে বাঁচাতে খালেদা জিয়ার বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের দাবির সমালোচনা করেন রিজভী। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্যে তিনি বলেন, বিরোধীদলীয় নেতার নিরাপত্তার কথা আপনাকে বলা হয়নি। নিজে কীভাবে জনরোষ থেকে বাঁচবেন সেটা চিন্তা করুন। নিরাপত্তার ঘেরে থেকে এসব বলছেন। সেসব ছেড়ে রাস্তায় আসুন, বিরোধীদলের নেতাকর্মীরাও থাকবে। দেখা যাক, জনগণ কার পক্ষে থাকে। সোমবার সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগ প্রসঙ্গে রিজভী বলেন, এসব তাদের নীল নকশা বাস্তবায়নের পদক্ষেপ। খালেদা জিয়ার চলাফেরা ও তার বাসায় পানি সরবরাহে বাধার অভিযোগ তুলে রিজভী বলেন, খালেদা জিয়াকে জনবিচ্ছিন্ন করে রাখতেই তার বাসার পানির লাইন বন্ধ রাখা হয়েছিলো। হরতালকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন ঘটনার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন তিনি। এদিকে হরতালের ভোর থেকেই নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ, ৠাব ও সাদা পোশাকের পুলিশের উপস্থিতি রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির অফিসের সামনের রাস্তায় যান চলাচল স্বাভাবিক দেখা যায়নি, অপেক্ষাকৃত কম চলছে। কার্যালয়ের মুল ফটকে বেশিরভাগ সময় তালা ঝুলছে। সাংবাদিক ও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের যাতায়াতের জন্য সেটি খোলা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:৪২:৩৮   ৩১৪ বার পঠিত