সোমবার, ১১ নভেম্বর ২০১৩
মুম্বাইয়ে ৭ তলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪
Home Page » বিশ্ব » মুম্বাইয়ে ৭ তলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪বঙ্গ-নিউজ ডটকমঃ ভারতের মুম্বাইয়ে একটি ৭ তলা ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৮ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মুম্বায়ের উপশহর বিখরোলি এলাকার সাত তলা বিশিষ্ট বাড়িটিতে সোমবার ভোর তিনটার দিকে বৈদ্যুতিক তারের গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং পুরো ভবনটিতে ছড়িয়ে যায়। তবে ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় ফায়ার সার্ভিস।
প্রশাসন দাবি করেছে, আগুনের সূত্রপাতের পরপরই ভবনের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া, গুরুতর আহতদের নিকটস্থ রাজাবদি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:১৭:১৩ ৩১০ বার পঠিত