সোমবার, ১১ নভেম্বর ২০১৩
অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন-তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন
Home Page » জাতীয় » অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন-তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচনবঙ্গ-নিউজ ডটকমঃ সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকার যতই জেল-জুলুম ও অত্যাচার-নির্যাতন চালাক না কেন, তাতে কোন লাভ হবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। রোববার সন্ধ্যা সাড়ে আটটায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বাসা থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খন্দকার মাহবুব বলেন, সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর সরকারের পুলিশি নির্যাতনের বিচার এদেশের জনগণই করবে। বিরোধীদলীয় নেতা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনে দৃঢ়প্রতিজ্ঞ। খন্দকার মাহবুবের নেতৃত্বে জনা পাঁচেক আইনজীবী গুলশানে খালেদা জিয়ার বাসায় যান রাত পৌনে আটটার দিকে। তার আগে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার আক্তারের নেতৃত্বে আরো ক’জন শিক্ষক খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
বাংলাদেশ সময়: ০:১৫:৫১ ৩৭০ বার পঠিত