সোমবার, ১১ নভেম্বর ২০১৩
যশোরে বোমা বিস্ফোরণে ৩ ভাইবোন আহত
Home Page » সংবাদ শিরোনাম » যশোরে বোমা বিস্ফোরণে ৩ ভাইবোন আহতবঙ্গ-নিউজ ডটকমঃ যশোর শহরতলীর মুড়লী খাঁ পাড়ায় বোমা বিস্ফোরণে দুই শিশুসহ ৩ ভাইবোন আহত হয়েছে। রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মুড়লী খাঁ পাড়ার পরান মিয়ার ছেলে লুইস (২৫), দুই মেয়ে মুন্নী (১৩) ও মুক্তি (৭)। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বঙ্গনিউজকে জানান, মুড়লী খাঁ পাড়ায় পুকুরপাড়ে ফেলে রাখা একটি বোমার বিস্ফোরণে ওই ৩ জন আহত হয়েছে।
পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তবে, আহতদের মা শাহনাজ বেগম দাবি করেন, রাতে তার ছেলে লুইস ও দুই মেয়ে মুন্নী ও মুক্তি নলকূপের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দুর্বৃত্তরা বোমাটি ছুঁড়ে মারে। বোমার বিস্ফোরণে তারা আহত হয়।
বাংলাদেশ সময়: ০:১০:৪৯ ৩৩৫ বার পঠিত