সোমবার, ১১ নভেম্বর ২০১৩

সন্ধ্যার পর রাজধানীজুড়ে ককটেল-গুলি

Home Page » প্রথমপাতা » সন্ধ্যার পর রাজধানীজুড়ে ককটেল-গুলি
সোমবার, ১১ নভেম্বর ২০১৩



suritola-badal-sm20131110220944.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ১৮ দলের ডাকা টানা ৮৪ ঘণ্টা হরতালের প্রথম দিন রাজধানীজুড়ে চলেছে ককটেল বিস্ফোরণের মহোৎসব। হরতাল সমর্থকদের প্রধান লক্ষ্য ছিল পুলিশ। হরতাল সমর্থনে বের করা মিছিল থেকে আটক করা হয়েছে পাঁচ শিবিরকর্মীকে। এছাড়া গাড়ি পোড়ানোর ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক হয়েছেন আরও পাঁচজন। রোববার সারাদিন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিল করেছে হরতাল সমর্থকরা। সন্ধ্যা থেকে শুরু হয় ককটেল বিস্ফোরণের মহোৎসব। হরতাল সমর্থকদের প্রথম লক্ষ্য হয়ে দাঁড়ায় পুলিশ। পল্টন, কারওয়ান বাজার ও নাবিস্কে পুলিশকে লক্ষ্য করে অন্তত ৩০টি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কোথাও কোথাও ফাঁকা গুলি ছুড়েছে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে পল্টন মোড়ে পুলিশকে লক্ষ্য করে দু’টি ককটেল ছোড়া হয়। পল্টনে দায়িত্বরত এক পুলিশ সদস্য বঙ্গনিউজকে জানান, সন্ধ্যার দিকে পল্টন মোড়ে কর্তব্যরত অবস্থায় কে বা কারা তাদের লক্ষ্য করে পরপর দু’টি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় রাস্তায় গাড়ি থাকায় তারা ককটেল নিক্ষেপকারীকে চিনতে পারেন নি। তবে ককটেল দু’টি প্রেসক্লাবের দিক থেকে ছোড়া হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এদিকে কারওয়ান বাজার মোড়ে পুলিশের গাড়ির কাছেই পরপর ২০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কারওয়ান বাজার মোড়ে বেসরকারি টেলিভিশন ‘ইটিভি’ ভবনের সামনে পুলিশের গাড়ির উপস্থিতিতেই এসব ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায়ও কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। এছাড়া, কেউ আহত হয়েছে কিনা এ ব্যাপারেও কিছু জানা যায়নি। এদিকে সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোড থেকে পল্টন মোড় পর্যন্ত ঝটিকা মিছিল থেকে শিবিরকর্মীরা সচিবালয় লক্ষ্য করে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌনে ৭টার দিকে মিছিল বের করে সচিবালয়ে ককটেল নিক্ষেপ করলে পুলিশের টহলরত ভ্যান শিবিরকর্মীদের ধাওয়া দেয়। তখন পুলিশকে লক্ষ্য করে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও প্রায় ১৫/২০ রাউন্ড ফাঁকা গুলি ও বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে। মিরপুর গোল চত্বর এলাকায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। একই সময় ফকিরাপুল এলাকায় শিবিরকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এসময় তারা অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে পুলিশ ৫ শিবিরকর্মীকে আটক করে। রাত সাড়ে ৭ টার দিকে মহাখালীর নাবিস্কো মোড়ে পুলিশকে লক্ষ্য করে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় ঢাকা পলিটেকনিক শাখা ছাত্র শিবির। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শিবিরকর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি নাবিস্কোর মোড়ে এসে টহলরত পুলিশকে লক্ষ্য করে তিনটি ককটেল ছোড়েন পুলিশ তাদেরকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়লে শিবিরকর্মীরা আরও ‍দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। অপরদিকে হরতালের গাড়ি ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ফকিরাপুল পানির ট্যাংকি এলাকা থেকে পাঁচ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০:০৭:০৬   ৩৩৭ বার পঠিত