রবিবার, ১০ নভেম্বর ২০১৩

নিউমার্কেট ও পল্লবী থানার গেটে ককটেল বিস্ফোরণ

Home Page » সংবাদ শিরোনাম » নিউমার্কেট ও পল্লবী থানার গেটে ককটেল বিস্ফোরণ
রবিবার, ১০ নভেম্বর ২০১৩



koktel.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার দুপুরে রাজধানীর নিউমার্কেট ও পল্লবী থানার গেটে একযোগে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা বঙ্গনিউজকে জানান, দুপুর সোয়া দুইটার দিকে নিউমার্কেট থানার প্রধান গেটে পরপর দু’টি ককটেল এবং একই সময়ে পল্লবী থানার প্রধান গেটের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও থানায় দায়িত্বরত পুলিশ সদস্য, আশপাশের এলাকার লোকজন ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বঙ্গনিউজকে জানান, মোটর সাইকেলযোগে দুই যুবক থানার গেটের সামনে এসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। ঠিক একই কায়দায় নিউমার্কেট থানার গেটেও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, থানায় আতঙ্ক ছড়াতে হরতালকারীরাই পরিকল্পিতভাবে একযোগে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৪:৪৬   ৩৩৩ বার পঠিত