রবিবার, ১০ নভেম্বর ২০১৩

জয়পুরহাটে ১২ ঘণ্টায় আটক ৩৪, ককটেল বিস্ফোরণ

Home Page » সংবাদ শিরোনাম » জয়পুরহাটে ১২ ঘণ্টায় আটক ৩৪, ককটেল বিস্ফোরণ
রবিবার, ১০ নভেম্বর ২০১৩



joypurhat__district_25772.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ নাশকতার আশঙ্কায় বিগত ১২ ঘণ্টায় জয়পুরহাটের বিভিন্ন এলাকা থেকে ৩৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। শনিবার রাত ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত এ আটক অভিযান পরিচালনা করা হয়। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, জেলার সদর থানা থেকে ১২ জন, পাঁচবিবি থানা থেকে ১৩ জন, কালাই থানা থেকে ৪ জন, ক্ষেতলাল থানা থেকে ২ জন ও আক্কেলপুর থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে জেলা পুলিশ প্রশাসন ১৪ জনকে রাজনৈতিক কর্মী হিসেবে চিহ্নিত করেছেন। অপরদিকে, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টা হরতালের প্রথমদিন রোববার দুপুর ১২টায় শহরের জামালগঞ্জ সড়কের নতুন হাটের রওশন ক্লিনিকের সামনে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। হরতালে এখনো (বেলা সাড়ে ১২টা) পর্যন্ত ১৮ দল ও শহর বিএনপির সাবেক সভাপতি ফয়সল আলিম সমর্থিত নেতাকর্মীরা জয়পুরহাট-বগুড়া সড়কে মিছিল-পিকেটিং করছে। জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম এসব বিক্ষিপ্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:০৪   ৩৫৩ বার পঠিত