রবিবার, ১০ নভেম্বর ২০১৩
খালেদা জিয়ার বাসায় যাতায়াতে বাধা দেওয়ার অভিযোগ
Home Page » জাতীয় » খালেদা জিয়ার বাসায় যাতায়াতে বাধা দেওয়ার অভিযোগবঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় যাতায়াতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।তিনি বলেন, চেয়ারপারসনের বাসভবনে নির্বিঘ্নে যাতায়াতে বাধা দেওয়া হচ্ছে। গুলশান কার্যালয় ও নয়াপল্টন কার্যালয় অবরুদ্ধ রাখা হয়েছে। এসব ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ জানান। দলের দফতরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ বিবৃতিতে ফখরুল দলের আটক নেতাদের বিষয়েও কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি, এম কে আনোয়ার এমপি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আব্দুল আউয়াল মিন্টু ও বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেফতারের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানান তিনি। ফখরুল বলেন, সরকারের এসব নীল নকশা কোনো কাজে আসবে না। তিনি অবিলম্বে আটক নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসনের বাসার সামনে মহিলা পুলিশসহ বিপুল সংখ্যক পুলিশের উপস্থিত রয়েছে।
বাংলাদেশ সময়: ০:৫১:০০ ৩৩৭ বার পঠিত