রবিবার, ১০ নভেম্বর ২০১৩

কুমিল্লায় কাভার্ড ভ্যান চাপায় নিহত ৫

Home Page » সারাদেশ » কুমিল্লায় কাভার্ড ভ্যান চাপায় নিহত ৫
রবিবার, ১০ নভেম্বর ২০১৩



comilla-accident-inner20131109192148.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকায় কাকলি রেস্টুরেন্টের সামনে কাভার্ড ভ্যানের চাপায় ৩ নারীসহ ৫ পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। শনিবার সন্ধ্যা সোয়া ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার ময়নামতি সেনানিবাস সংলগ্ন বাংলাবাজার এলাকার বারেক মিয়ার স্ত্রী হাছিনা বেগম (৩২), একই এলাকার স্বপন মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (২৫), রংপুর জেলার দাঙ্গাচর উপজেলার তিশামদগণেশ গ্রামের নজরুল ইসলাম (৫০)। বাকি এক পুরুষ ও এক নারীর পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, সেনানিবাস এলাকার ওভারব্রিজের একটু পেছনে কাকলি রেস্টুরেন্টের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা পথচারী ও ৩টি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যায়। হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হচ্ছে।
তিনি আরও জানান, আহতদের ময়নামতি সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), ময়নামতি জেনারেল হাসপাতাল ও কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০:২৭:২৪   ৩২৬ বার পঠিত