রবিবার, ১০ নভেম্বর ২০১৩

বিএনপির চার নেতা কাশিমপুর কারাগারে

Home Page » সংবাদ শিরোনাম » বিএনপির চার নেতা কাশিমপুর কারাগারে
রবিবার, ১০ নভেম্বর ২০১৩



arrested-four-leaders.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আটক চার শীর্ষ নেতাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। শনিবার রাত সোয়া ১০টায় তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে আনা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেলার মো. মুজিবুর রহমান বঙ্গনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। কারা সূত্র জানায়, রাত সোয়া ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি, এমকে আনোয়ার এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুকে রাখা হয়েছে। একই সময়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলামকে রাখা হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার রাতে ঢাকায় আটক হয় বিএনপির পাঁচ নেতা। শনিবার বিকেলে তাদেরকে দুই মামলায় গ্রেফতার দেখিয়ে ও ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত বৃহস্পতিবার জামিন ও রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর প্রথমে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে রাতে তাদের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ০:২২:২৩   ৩২৮ বার পঠিত