রবিবার, ১০ নভেম্বর ২০১৩

সাভারে শ্রমিক বহনকারী বাসে আগুন, ১০টি গাড়ি ভাঙচুর

Home Page » সংবাদ শিরোনাম » সাভারে শ্রমিক বহনকারী বাসে আগুন, ১০টি গাড়ি ভাঙচুর
রবিবার, ১০ নভেম্বর ২০১৩



image_60895.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকার সাভারে ১৮দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের সমর্থনে একটি শ্রমিক পরিবহনকারী পাপ্পু এন্টারপ্রাইজের একটি বাসে অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আরএস টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এসময় আগুন নেভাতে গিয়ে বাসের চালক ও তার সহকারী আহত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাড়ির চালক কাইয়ুম বঙ্গনিউজকে জানান, বিএনপি নেতা কায়কোবাদের মালিকানাধীন পাপ্পু এন্টারপ্রাইজের গাড়িটি চন্দ্রা এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক আনা নেওয়া করে। রাতের শিফটের শ্রমিক নামিয়ে দিয়ে গাড়িটি গ্যারেজে নিয়ে যাওয়ার পথে সাভারের কাঁচা বাজার এলাকায় পৌঁছালে একজন লোক সাইটব্যাগ নিয়ে জোর করে গাড়িতে উঠে। পরবর্তীতে গাড়িটি আরএস টাওয়ারের সামনে পৌঁছলে লোকটি পেছনের ছিটে পেট্রোল ঢেলে দিয়ে দ্রুত নেমে যায় এবং ম্যাচমেরে আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাপুর সড়কের শিমুলতলা এলাকায় হরতালের সমর্থনে ১০টি গাড়িতে ভাঙচুর চালিয়েছে পিকেটাররা। এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বঙ্গনিউজকে জানান, একজন দুর্বৃত্ত গাড়িতে পেট্রোল ঢেলে হঠাৎ আগুন দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে শিগগিরই অভিযান পরিচালনা করার কথাও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০:১৪:৪১   ৩৩০ বার পঠিত