শনিবার, ৯ নভেম্বর ২০১৩

সাতক্ষীরায় দুইদলের সংঘর্ষ, আহত ৪

Home Page » সংবাদ শিরোনাম » সাতক্ষীরায় দুইদলের সংঘর্ষ, আহত ৪
শনিবার, ৯ নভেম্বর ২০১৩



sylhet_clash.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সাতক্ষীরায় জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে সংঘর্ষে চার জন আহত হয়েছেন। শনিবার দুপুরে শহরের কাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, যুব সংহতি নেতা আব্দুর রশিদ, ছাত্রসমাজ নেতা সুমন, রাজু ও মিঠু।

পুলিশ ও স্থানীয়রা বঙ্গনিউজকে জানান, জাতীয় যুব সংহতির সাতক্ষীরা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুপুরে কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য শেখ মাতলুব হোসেন লিয়নের নেতৃত্বে ২০/২৫ জন কর্মী সম্মেলনে হামলা চালান। এ সময় চার জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

জাতীয় যুব সংহতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আনোয়ার জাহিদ তপনের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন বঙ্গনিউজকে জানান, শেখ মাতলুব হোসেন লিয়ন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য হলেও সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি থেকে তাকে বহিস্কারের সুপারিশ করে কেন্দ্রে একটি রেজুলেশন পাঠানো হয়েছে। কিন্তু ওই অনুষ্ঠানে তাকে যথাযথ সম্মান দেওয়া হলেও তার লোকজন হামলা চালান।

বাংলাদেশ সময়: ১৭:০৭:৪৭   ৩৮১ বার পঠিত